Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে পিতার আসন নিজেদের দখলে নিতে চান ৩ এমপি কন্যা

নারী ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০২:৩১ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০২:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি আসন নিজেদের দখলে নিতে চান সাবেক তিন এমপির কন্যারা।

সেই তিন কন্যারা হলেন, সাবেক এমপি প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি, সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে ওয়াসিকা আয়েশা খান।

আওয়ামী লীগের হয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচন করতে চান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। তার বাবা বাবা এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

 ২০১৪ সালের নির্বাচনে এ আসন থেকে তাকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। কিন্তু জোটগত কারণে শেষ পর্যন্ত সেখানে নজিবুল বশর মাইজভাণ্ডারীকে মনোনয়ন দেওয়া হয়। এ আসন থেকে তার চাচা ফখরুল আনোয়ার দলীয় মনোনয়ন চান। বর্তমানে এ আসনের এমপি হলেন নজিবুল বশর মাইজভাণ্ডারী।

এবারও জোটগত সমস্যার কারণে মনোনয়ন হাতছাড়া হবে কিনা জানতে চাইলে খাদিজাতুল আনোয়ার সনি জানান, বিষয়টি একান্তই প্রধানমন্ত্রীর। দল চাইলে নির্বাচন করব, নাহলে দলের হয়ে কাজ করব। তিনি আশা প্রকাশ করে বলেন, ফটিকছড়ির মানুষ এবার দল থেকেই প্রার্থী চায়।

আমার পরিবার ফটিকছড়ির মানুষের জন্য কাজ করেছে। এখন পারিবারিক ঐতিহ্য এবং তৃণমূলের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। সে কারণে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

এদিকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির হয়ে নির্বাচন করতে চান ব্যারিস্টার শাকিলা ফারজানা।

বিএনপির মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, আমি এক দশক ধরে মাঠে অনেক অত্যাচার সহ্য করে আসছি।

এছাড়া দলের নেতাকর্মীদের আইনগত সহায়তা দিয়ে আসছি। আমার বিশ্বাস, দল আমার পরিবারের ত্যাগ ও আমার কর্মকান্ড বিবেচনা করে মনোনয়ন দেবে।

আগের দুই আসনের চেয়ে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী)-এর সমীকরণটা আরও জটিল।এ আসনে বর্তমান এমপি হচ্ছেন সাবেক এমপি ও আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

এবারও মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন জাবেদ। এখান থেকে মনোনয়ন চান আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে বর্তমান সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াসিকা আয়েশা খান।

এ বিষয়ে ওয়াসিকা আয়েশা খান জানান, আনোয়ারা-কর্ণফুলী আসন থেকে সরাসরি লড়াইয়ের জন্য আমিও মনোনয়ন চাইব দল থেকে তবে কেন্দ্র যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করবো।

Bootstrap Image Preview