Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেসব লক্ষণে বুঝবেন আপনি প্রতারিত হচ্ছেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ১১:৫৭ AM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ১১:৫৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বেশিরভাগ সময়ই নিজের বোঝার আগেই প্রিয়জন আপনার সঙ্গে প্রতারণা করে দূরে চলে যায়। এতে কষ্ট কয়েকগুণ বেশি পেতে হয়। তাই সময় থাকতেই জেনে নিন কয়েকটা লক্ষণ, যা থেকে সহজেই বুঝতে পারবেন আপনি প্রতারিত হচ্ছেন কি না-

পুরনো সম্পর্কের স্মৃতিচারণ
পছন্দের মানুষটি যদি সব সময় আপনাকে তার অতীত সম্পর্ক নিয়ে কথা বলেন। আপনি আশ্বস্ত করলেও এ সমস্যার সুরাহা হয় না। এ ক্ষেত্রে সাবধান হোন।  হতে পারে, সে তার পুরনো প্রেম থেকে এখনও সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারেনি।

বন্ধুর মতো আচরণ
আপনারা এতদিন ছিলেন আদ্যপান্ত প্রেমিক-প্রেমিকা। হঠাৎ করেই আপনার সঙ্গে প্রিয়জন বন্ধুর মতো ব্যবহার করছেন। অনেকে কিন্তু প্রেম ও বন্ধুত্ব সমানতালে বজায় রাখেন। সেটা আলাদা ব্যাপার।  কিন্তু সম্পর্কের মাঝে আচমকা বন্ধুর মতো আচরণ হলে মুশকিল।

দেখা সাক্ষাৎ কমে যাওয়া
ভেবে দেখুন, দেখা কম হলেও মনের বাঁধন আলগা হয় না। এই ভাবনাটা অহংকারের জন্ম দেয়। সঙ্গী বা সঙ্গীনি ভাবেন, সময় না দিলেও এই সম্পর্কে প্রভাব পড়বে না। এখানেই কিন্তু ভুলটা হয়। আপনার এই ভাবনার সুযোগে প্রিয়জন হয়তো অন্য কারো সঙ্গে দেখা করে সময় কাটাচ্ছেন।

দূরত্ব বজায় রাখে
পছন্দের মানুষ এখন আপনার সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে। কারণ আপনি জানেন না, আপনার কোনো ব্যাপারে তার এখন আর তেমন আগ্রহও নেই। এমন পরিস্থিতি দেখলেই সাবধান হোন।

আপনাকে প্রেমিক বা প্রেমিকা বলে পরিচয় না দেওয়া
আপনি বারবার চাইছেন, প্রিয়জনের বন্ধুমহলের সঙ্গে পরিচিত হতে। কালেভদ্রে হয়তো হলেনও। কিন্তু সে আপনাকে তার প্রেমিক বা প্রেমিকা বলে পরিচয় দিলো না। ভেবে দেখুন।

একপেশে কথাবার্তা
প্রেমিক বা প্রেমিকা সব সময় তার কথাই আপনাকে বলেন।  আপনি কিছু বলতে গেলেই এড়িয়ে যান। সতর্ক হোন।

 

Bootstrap Image Preview