Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নারী সাংবাদিককে কটুক্তি : মইনুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ জানুয়ারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৮:৫৫ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৮:৫৫ PM

bdmorning Image Preview
মইনুল হোসেন


লাইভ টিভিতে নারী সাংবাদিককে কটূক্তির জেরে রংপুর থেকে করা মানহানি মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১০ জানুয়ারি দিনটি ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা এ দিন ধার্য করেন।

বেলা ১১টার দিকে কড়া নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতে হাজির করা হয়। আগামী ১০ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করেন বিচারক।

মামলার বাদী আদালতে উপস্থিত থাকলেও আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং তার পক্ষে জামিনের আবেদন করা হয়নি।

এর আগে গত ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মইনুল। এরপর মিলি মায়া নামে রংপুরের এক নারী বাদী হয়ে গত ২২ অক্টোবর মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানি মামলাটি করেন। ওই দিন রাতেই ঢাকায় গ্রেফতার হন মইনুল।

Bootstrap Image Preview