Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-১৭ আসনে মনোনয়ন পাচ্ছেন চিত্রনায়ক ফারুক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৪:০২ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৪:০২ PM

bdmorning Image Preview


সিনেমার পর্দা কাঁপিয়ে এবার রাজনীতির মাঠ কাঁপাতে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন বাংলাদেশ চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ফারুক। এরইমধ্যে দল থেকে সবুজ সংকেত পেয়েছেন তিনি।

শোনা যাচ্ছে, দলের হাই কমান্ড ফারুককে ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করবেন এই অভিনেতা।

বাংলা সিনেমার এই কিংবদন্তি অভিনেতা স্কুল জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এমনকি তিনি ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনেও যোগ দেন এবং ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব  স্নেহভাজন ছিলেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য মূলত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুপ্রাণিত করেছিলেন।

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারুকের। একের পর এক সফল ছবি উপহার দিয়ে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তিনি মাঠে নেমেছেন ভোটারের মন জয় করতে।

Bootstrap Image Preview