Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়াকে নকল করবে পাকিস্তান: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ১১:৩৩ AM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ১১:৩৩ AM

bdmorning Image Preview


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুদিনের সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গেলেন।বুধবার দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমরান খান বলেছেন, তার দেশ মালয়েশিয়ার উন্নয়নের মডেল হবহু নকল করতে চায়। মালয়েশিয়ার সমৃদ্ধি ও উন্নয়নের বিষয়ে দেশটির নেতাদের কাছ থেকে শিখতেও চায় ইসলামাবাদ।

এসময় তিনি পাকিস্তানের জাতীয় দিবসে ইসলামাবাদ সফর করার জন্য মাহাথির মুহাম্মাদকে দাওয়াত দেন। ২৩ মার্চ পাকিস্তানে জাতীয় দিবস উদযাপন করা হয়।  

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইমরান খানের দাওয়াত গ্রহণ করেন এবং তিনি মার্চে পাকিস্তান সফর করবেন বলে জানান। এছাড়া, দ্বিপক্ষীয় সংলাপ প্রক্রিয়া অব্যাহত রাখবেন বলেও মাহাথির মুহাম্মাদ নিজের সম্মতির কথা জানান।

ইমরান খান বলেন, সুশাসনের জন্য মালয়েশিয়ার মডেলকে তিনি হবহু নকল করতে চান। মাহাথির মুহাম্মাদের প্রশংসা করে পাক প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি মালয়েশিয়াকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছেন এবং মাথাপিছু আয় ও জিডিপি বাড়িয়েছেন। ইমরান খান বলেন, “বাণিজ্য ও ভবিষ্যত সহযোগিতার পাশাপাশি আমরা পর্যটন খাতে মালয়েশিয়ার সহযোগিতা চাই।” তিনি জানান, পাকিস্তানে বহু সংখ্যক পর্যটনকেন্দ্র রয়েছে কিন্তু কোনো রিসোর্ট নেই।

ইমরান খান আরো বলেন, তার নেতৃত্বে গঠিত নতুন সরকার দেশকে এমন অবস্থায় পেয়েছে যেখানে নজিরবিহীন ঋণ রয়েছে। তার সরকার দেশের দুর্নীতি দূর করার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য মালয়েশিয়ার মডেল থেকে শিখতে চায়।

Bootstrap Image Preview