Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'ফেসবুক থেকে পদত্যাগ করার কোন পরিকল্পনা নেই'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৪:৫৩ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৪:৫৩ PM

bdmorning Image Preview


কিছুদিন আগে ফেসবুক বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে পদত্যাগের দাবি জানান। তবে ফেসবুক থেকে পদত্যাগ করার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। 

সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি ওই সাক্ষাৎকারে বলেন, ফেসবুক থেকে এখনে পদত্যাগ করার কোন প্লান নেই। আর আমি এটা কখোনই করছি না।

তিনি আরো বলেন, আমি প্রতিষ্ঠানটি চালাই। এখানে কি ঘটছে এসবকিছুর জন্য আমাকেই জবাবদিহি করতে হবে।

এর আগে গত শনিবার দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদনে বলা হয়, ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোনাস ক্রন ফেসবুকের একটি বড় অংশীদারের মালিক। তিনি মার্ক জাকারবার্গের পদত্যাগ চান।

ক্রনের ভাষায়, ফেসবুক কোনও প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না। তাদের মনে রাখতে হবে, এটা একটি প্রতিষ্ঠান এবং এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলাদা ব্যক্তি হওয়া প্রয়োজন।

Bootstrap Image Preview