Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একই দিনে একই আসনের মনোনয়নপত্র কিনলেন কাদের ও মওদুদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:৪৯ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:৪৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে একই দিনে মনোনয়নপত্র কিনলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় নোয়াখালী- ৫ আসনের সহকারী রির্টানিং অফিসার ও কবির হাট উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলামের কাছ থেকে ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ একরামুল করিম চৌধুরী এমপি।

অপরদিকে আজ বিকাল ৩টায় সাবেক উপরাষ্ট্রপতি ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার পৌর বিএনপি সভাপতি কামাল উদ্দিন চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও ফয়সাল আহমদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কাদেরের মনোনয়ন পত্র গ্রহণের সময় একরামুল করিম চৌধুরী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের গর্ব ওবায়দুল কাদের ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আমরা আচরণ বিধি নেমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনৃষ্ঠানের বিষয়ে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো। কেউ নাশকতা বা অন্য কোনোভাবে ভোট বানচালের ষড়যন্ত্র করলে তাদেরকে প্রতিহত করার বিষয়েও আমরা সচেষ্ট রয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এ.কে.এম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, জেলা আওয়ামী লীগের সদস্য আলাবক্স তাহের টিটু, উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ দলের নেতাকর্মীরা।

Bootstrap Image Preview