Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রেক্সিট নিয়ে মতের অমিলে ৪ মন্ত্রীর পদত্যাগ!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ১২:২৪ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ১২:২৪ PM

bdmorning Image Preview


ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)  এর সঙ্গে যুক্ত থাকার পক্ষে ভোট দেওয়া উত্তর আয়ারল্যান্ডের বাণিজ্যিক এবং প্রশাসনিক ব্যবস্থাপনার ছাড় নিয়ে পদত্যাগের ঘটনা ঘটেছে। ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট) নিয়ে মতের অমিলে পদত্যাগ করেছেন দেশটির চার মন্ত্রী।

বুধবার প্রধানমন্ত্রী তেরেসা মে জানান, পাঁচ ঘণ্টার দীর্ঘ এক বৈঠকের পর ব্রেক্সিট বিষয়ে চূড়ান্ত খসড়া চুক্তিতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ব্রিটিশ জনগণ ব্রেক্সিট কার্যকর চায় বলেও মন্তব্য করেন থেরেসা মে।

ব্রেক্সিট চুক্তির খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হলে এই চুক্তিতে বিবেক সমর্থন দিচ্ছে না জানিয়ে প্রথমে পদত্যাগ করেন ব্রেক্সিট বিষয়কমন্ত্রী ডমিনিক রাব। এরপর একে একে তার পথ অনুসরণ করেন পেনশনবিষয়ক মন্ত্রী এস্টার ম্যাকভি, জুনিয়র নর্দার্ন আয়ারল্যান্ডের মন্ত্রী শাইলেশ ভারা, জুনিয়র ব্রেক্সিট মন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান এবং পার্লামেন্টারি সেক্রেটারি অ্যানি ম্যারি ট্রিভেলিয়ান ও রনিল জয়াবর্দেনা।এমনকি রক্ষণশীলদের পিছিয়ে পড়া একটি অংশও তেরেসা মে’র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিবষয়টি আলোচনা করেছেন।

খসড়া চুক্তিতে ইইউয়ের সদস্য দেশগুলোর অনুমোদনের জন্য ২৮ নভেম্বর বিশেষ সম্মেলন আয়োজনের কথা রয়েছে। সেখানে অনুমোদন পেলে চুক্তিতে স্বাক্ষর করবে উভয়পক্ষ।

Bootstrap Image Preview