Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিশু ধর্ষণ; ঘটনা আড়াল করার প্রতিবাদে বিক্ষোভ

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ১০:২০ AM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ১০:২০ AM

bdmorning Image Preview


পটুয়াখালী সরকারি শিশু পরিবারের ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি আড়াল করার প্রতিবাদে এবং ধর্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিশু পরিবারের কোমলমতি শিশুরা।    

গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশু পরিবারের প্রধান ফটক ও ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

বিক্ষুব্ধ শিশুরা জানান, গত ১২ নভেম্বর ৭ বছরের এক শিশু স্কুল থেকে শিশু পরিবারে ফেরার পথে এক দোকানি কর্তৃক ধর্ষণের শিকার হয়। তবে এ ঘটনাটি শিশু পরবার কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা এ বিষয়টি ধামাচাপা দেয় এবং শিশুটিকে যথাযথ চিকিৎসা না করিয়ে আটকে রাখে।

শিশুটির পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দিলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে সুচিকিৎসার ব্যবস্থা করেছে। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযুক্ত ধর্ষক মতলেব হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট। 

Bootstrap Image Preview