Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্টের পর ইসির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৭:২০ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৭:২০ PM

bdmorning Image Preview


জাতীয় ঐক্যফ্রন্টের পর এবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে এ বৈঠকে বসেছে। দলটির উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে বসেছে।

আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন- মশিউর রহমান, ডা.দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফজিলাতুন্নেসা বাপ্পীসহ আরও অনেকে।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে নির্বাচন কমিশনারদের (ইসি) বৈঠক হয়। বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের ১৩ জন নেতা এই বৈঠকে বসেন। অপরদিকে কমিশনের পক্ষে বৈঠকে আছেন সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররা।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করে ইসির সঙ্গে। ইসিতে জমা দেয়া তালিকার ১৪ জনের মধ্যে আ স ম আবদুর রব ছাড়া বাকি ১৩ জন আজ নির্বাচন ভবনে পৌঁছান।

ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আব্দুল কাদের সিদ্দিকী, মোস্তফা মোহসীন মন্টু, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, ডা. জাফরুল্লাহ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, এস এম আকরাম ও আবদুল মালেক রতন।

এর আগে গত  সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আ স ম আবদুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসে।

Bootstrap Image Preview