Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল সীমান্তে ইয়াবাসহ মহিলা আটক

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৪:০৩ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৪:০৩ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫০০পিস ইয়াবাসহ জামেনা বেগম (৪৫) নামে এক মহিলা ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বুধবার (১৪ নভেম্বর) সকাল ৮টার সময় সাদিপুর মোড় থেকে ইয়াবাসহ তাকে আটক করে বিজিবি।আটক জামেনা বেগম পোর্ট থানার সাদিপুর গ্রামের লিটনের স্ত্রী।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা বিএসবির নায়েক সুমন মিয়ার মাধ্যমে খবর পায় একজন মহিলা ইয়াবা ব্যবসায়ী ভারত থেকে ইয়াবার একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের মধ্য দিয়ে বেনাপোলের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে জামেনা বেগমকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে মহিলা বিজিবি সদস্য দিয়ে তার শরীর তল্লাশি করে ৫০০পিস ইয়াবা পাওয়া যায়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক জামেনা বেগমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview