Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এক হুইলচেয়ারই বিক্রি হলো ৪ লাখ ডলারে!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৩:০৮ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৩:০৮ PM

bdmorning Image Preview


কিংবদন্তি ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার জীবনের শেষ বছরগুলো কাটিয়েছিলেন যে লাল রঙের হুইলচেয়ারে বসে, সেই চেয়ারটি প্রায় চার লাখ মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে। ব্রিটেনের নিলামকারী সংস্থা ‘ক্রিস্টিজ’ অনলাইন নিলামে তোলে হুইলচেয়ারটিসহ তার ব্যবহার করা বেশ কিছু জিনিসপত্র।

হকিংয়ের ব্যবহার করা মোটরচালিত ওই হুইলচেয়ার, একাধিক নিবন্ধের পাণ্ডুলিপি ও বেশ কিছু মেডেল নিলামে বিক্রি হয়েছে। এছাড়াও নিলামে তোলা হয়েছে হকিংয়ের সই করা ও আঙুলের ছাপ দেওয়া বই ‘আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’র একটি কপি ও ১৯৬৫ সালে লেখা একটি গবেষণাপত্র।

হকিংয়ের লেখা ‘প্রপার্টি অফ এক্সপ্যান্ডিং ইউনিভার্সেস’ নামের গবেষণাপত্রটি বিক্রি হয় সাত লাখ ৬৭ হাজার ডলারে। এছাড়া হকিংকে নিয়ে লেখা টেলিভিশন সিরিয়াল ‘দ্য সিম্পসনস’ চিত্রনাট্যটি বিক্রি হয়েছে আট হাজার ডলারের বেশি দিয়ে।

এ বছরের মার্চে ৭৬ বছর বয়সে না ফেরার দেশে চলে যান স্টিফেন হকিং।

Bootstrap Image Preview