Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২১ | ২ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

সিলেটে তরুণীর গলা কাটা লাশ উদ্ধার

নারী ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০১:৪২ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০১:৪২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ লেচুবাগান থেকে অজ্ঞাত এক যুবতীর হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার ঢাকা দক্ষিণ ইউপির রায়গড় লেচুবাগান নাহিদ মিয়ার বাড়ির টিলার পাশে হাত-পা বাঁধা গলাকাটা ওই যুবতী মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে খবর পেয়ে সকাল ১০টায় ওসি শিবলী, এসআই আশরাফ এসআই মনজুরুল ঘটনাস্থলে উপস্থিত হন এবং দুপুরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

তার বয়স অনুমান ৩২ বছর। ওই লাশটি দেখতে ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা ভিড় করছেন। গলা ছাড়াও লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, উদ্ধার হওয়া ওই যুবতী মহিলাকে অন্য কোথাও ধারালো ছুরি দিয়ে হত্যা করে এখানে ফেলে গেছে। তার বয়স ৩২ হবে।

তার পরনের সেলোয়ার কামিজ ছেঁড়া-ফাড়া ছিল। লাশটি ১০ থেকে ১২ ঘণ্টা আগের হবে। তার পরনের কাপড় দিয়ে হাত-পা বাঁধা ছিল। সারা শরীর ছিল রক্তে মাখা।

Bootstrap Image Preview