Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৯ ছাত্রীকে ফেল করানোর অভিযোগ

নারী ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ১২:৩০ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ১২:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চট্টগ্রামে ২০১৯ সালের এসএসসির নির্বাচনী পরীক্ষায় ৯ ছাত্রীকে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সিটি করপোরেশন পরিচালিত কৃষ্ণকুমারী স্কুলের শিক্ষক প্রশান্ত বড়ুয়ার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) এ বিষয়ে চট্টগ্রাম সিটি মেয়রের কাছে অভিযোগ দেওয়ার পর ছাত্রীদের নিয়ে টানা দেড় ঘণ্টা বৈঠক করেন স্থানীয় কাউন্সিলর। বৈঠকে ছাত্রীদের বক্তব্য নেওয়া হয়। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক প্রশান্ত বড়ুয়া।

জানা যায়, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ ছাত্রীকে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ গত ৬ নভেম্বর লিখিতভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) জমা দেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এর পর গতকাল ভুক্তভোগী ছাত্রীদের নিয়ে বৈঠক করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ।

মোহাম্মদ সলিম উল্লাহ জানান, গতকাল ছাত্রীদের নিয়ে বৈঠকে বসেছি। তাদের অভিযোগ শুনেছি। তারা শিক্ষক প্রশান্ত বড়ুয়ার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে খাতা আটকিয়ে রাখার অভিযোগ করেছে।

 যেহেতু তারা এক বিষয়ে ফেল করেছে তাই গণিত পরীক্ষা আবার নেওয়ার সুপারিশ করেছি। প্রাপ্ত অভিযোগসহ যাবতীয় বিষয় আমরা খতিয়ে দেখছি। বিষয়টি মেয়রকে জানাব। তিনি যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এক বিষয়ে ফেল করায় ৯ ছাত্রী আগামী বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে উদ্বিগ্ন তাদের অভিভাকরা।

চসিক সচিব আবুল হোসেন বলেন, মেয়র বর্তমানে চট্টগ্রামের বাইরে রয়েছেন। তিনি আসার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে প্রশান্ত বড়ুয়া বলেন, ছাত্রীদের অভিযোগ ভিত্তিহীন। তারা হলে একে অপরের খাতা দেখাদেখি করে লিখছিল। তাই খাতা নিয়েছিলাম। ১০ মিনিট পর ফিরিয়ে দিয়েছি। এখন ফেল করার কারণে আমাকে দায়ী করা হচ্ছে।

Bootstrap Image Preview