Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, এপ্রিল ২০২১ | ৬ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

চকুরির প্রলোভনে অফিসে এনে জোর করে ভিডিও ধারণ, গ্রেফতার ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৪:২০ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৪:২০ PM

bdmorning Image Preview


চাকরির প্রলোভন দেখিয়ে অফিসে এনে এক গৃহবধুকে অফিসে এনে জোর করে ভিডিও ও ছবি তুলে ফেইসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে সোহেল কাজি(২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ এর সোশ্যাল মিডিয়া মনিটরিং টীম।

আজ মঙ্গলব্বা দুপুর ০২ ঘটিকায় রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল,  ফেসবুক আই ডি ও গ্রুপ সমুহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, ঘটনার শিকার সুমি আক্তার (ছদ্মনাম) সোহেল কাজির পুর্ব পরিচিত। সেই সুবাদে ঘটনার শিকার সুমি আক্তারকে (ছদ্মনাম) চাকুরি দেয়ার কথা বলে এক টি অফিসে নিয়ে যায়। তারপর জোড় করে তার অনেক নোংরা ছবি তুলে ও ভিডিও করে। পরে বিভিন্নভাবে কু প্রস্তাব দিয়ে তাকে ব্ল্যাক্মেইল করতে থাকে। কু প্রস্তাবে রাজি না হওয়ায় তোলা ছবি ও ভিডিও ভিক্টিমের নামে একটি ফেইক ফেইসবুক আই ডি খুলে সেখানে থেকে ছডিয়ে দেয়।

ঘটনার শিকার সুমি আক্তার (কাল্পনিক) বিডিমর্নিংকে বলেন, হঠাৎ একদিন আমার দেবর আমাকে জানায় ফেসবুকে আমার নামে একটি ফেসবুক আইডি থেকে নগ্ন ও অশ্লীল সব ছবি শেয়ার করা হচ্ছে। সেদিনই আমি প্রথম এটি দেখতে পাই৷ চাকরি দেয়ার কথা বলে এক অফিসে নিয়ে সোহেল জোর করে আমার ছবি তুলে আর কাউকে বললে ক্ষতি করার ভয়ভীতি দেখায়৷ এই ঘটনার পর থেকে পাড়াপ্রতিবেশিরা আমাকে নানা ধরণের অরুচিমূলক কথা শোনায়। তাছাড়া স্বামীর সাথে সংসার করাও মুশকিল হয়ে পড়েছে।

 

Bootstrap Image Preview