Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্পেন ছাত্রলীগের জেলহত্যা দিবস পালন 

কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০১:৫৩ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০১:৫৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখার উদ্যোগে জেলহত্যা দিবস পালন করা হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টায় স্পেন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এছাড়া স্মরণ সভারও আয়োজন করা হয়।

বক্তারা বলেন, দেশের ইতিহাসে কালো দিন হিসেবে জেলহত্যা দিবস পরিচিত। যে কয়টি ঘটনা বাংলাদেশকে কাঙ্খিত অর্জনের পথে বাঁধা তৈরি করেছে, তার মধ্যে অন্যতম হলো ১৯৭৫ এর ৩ নভেম্বরের এই দিনটি।

বক্তারা আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয় বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু হত্যার পর জাতিকে পুরোপুরি নেতৃত্বশূন্য করতে ৪৩ বছর আগে মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অভ্যন্তরীণ থাকা জাতির চার মহান সন্তান, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইস এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্পেন আওয়ামী লীগের সহ সভাপতি বোরহান উদ্দিন।

 

বিশেষ অতিথি ছিলেন, স্পেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইফতেখার আলম, এনাম আলী খান।

সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাইফুর রহমান রাজিব, বাপ্পি রহমান নাবিল, আবদুন নূর নীরব, সাদেক লস্কর, ইলিয়াস শাহ রাজু, কেএম শফিকুন নূর, মিন্টু, সাব্বির, মোকাদ্দেস, মিরাজুল হোসাইন প্রমুখ।

এসময় গঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিহ উদ্দিন মারুফের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, স্পেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।


 

Bootstrap Image Preview