Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মীরসরাইয়ের জেলেরা এখন মাছ শিকারে ব্যস্ত

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৮:২৯ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৮:২৯ PM

bdmorning Image Preview


ইলিশের প্রজনন মৌসুম শেষ। নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রবিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর থেকে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি মীরসরাইয়ের উপকূলীয় অঞ্চলের জেলেরা মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছে। উপজেলার কয়েক হাজার জেলে এখন সমুদ্রে ইলিশ শিকারে ব্যস্ত। জেলেদের এখন যেন দম ফেলার ফুসরত নেই।

ইতিমধ্যে নিষেধাজ্ঞাকালীন অবসর সময়ে মেরামত করে নিয়েছেন জাল নৌকাসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ। সোমবার (২৯ অক্টোবর) আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক জেলে সমুদ্রে না গেলেও মঙ্গলবার (৩০ অক্টোবর) থেকে প্রতিকূলতা কাটিয়ে উঠবে বলে আবহাওয়া বার্তা দেখে মঙ্গলবার ভোররাত থেকে জেলেরা বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে মাছ শিকারে নেমেছেন।

উপজেলার সাহেরখালী, মঘাদিয়া উপকূল, মুহুরীর মোহনা, সন্দ্বীপ চ্যানেলে এখন কয়েক হাজার জেলে ব্যস্ত ইলিশ শিকারে। গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ছিল ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ ২২ দিন সারাদেশের পাশাপাশি মীরসরাই উপজেলা ও ফেনী নোয়াখালীর মোহনা মুহুরী এলাকায় ইলিশসহ সব ধরনের প্রজাতির মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় জেলেরা সরকারি সামান্য সহযোগিতাতে বেশ কষ্টেই দিনাতিপাত করেছে। এ সময় মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি ছিল নিষিদ্ধ। এ আইন অমান্য করায় বড়তাকিয়া ও বারইয়ারহাট এলাকায় বেশ কয়েকজন জেলের জেল জরিমানা হয়েছে। 

মীরসরাই উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, আশ্বিন মাসের বড়পূর্ণিমার আগের চারদিন, পূর্ণিমার দিন ও পরের ১৭ দিনসহ মোট ২২ দিন ইলিশের প্রজনন সময়। এসময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ এসে মুহুরীর মোহনায় ডিম ছাড়ে। একটি বড় ইলিশ ২৩ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে। বেশি ইলিশ উৎপাদনের লক্ষ্যে নির্বিঘেœ যাতে মা ইলিশ ডিম ছাড়তে পারে সেজন্যই ইলিশসহ সব ধরনের প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে মীরসরাই, সোনাগাজী এলাকায় নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

মীরসরাই উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ইলিশের প্রজনন মৌসুমের নির্ধারিত সময় শেষ হয়েছে এখন থেকে মাছ শিকারে কোনো বাঁধা নেই। তবে এরপরও জাটকার বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। তাই সকল জেলেকে জাটকা ধরার উপর সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। 
 

Bootstrap Image Preview