Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ায় শিয়াদের মিছিলে সেনাবাহিনীর ‍গুলি, নিহত ২৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১০:৫৫ AM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১০:৫৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত


নাইজেরিয়ার মূলধারার শিয়া মুসলিম গ্রুপ জানিয়েছে, দেশটির সেনাবাহিনী তাদের একটি বিক্ষোভ মিছিলে গুলি চালালে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। ওই গ্রুপটির নেতার মুক্তির দাবিতে রাজধানী আবুজায় বিক্ষোভ মিছিলে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। খবর এপি, রয়টার্স, পার্সটুডের।

শিয়া গ্রুপ ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়ার মুখপাত্র ইব্রাহিম মুসা বলেছেন, শনিবার ছয়জন নিহত হয়েছেন এবং আরও ২১ জন সোমবার নিহত হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এই হামলার নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে ধর্মীয় রীতি-নীতির প্রতি সম্মান দেখানোর জন্য দেশটির সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

অবশ্য এ ঘটনা এবারই প্রথম নয়। গত কয়েক বছর ধরেই নাইজেরিয়ায় শোকার্ত মানুষের ওপর এ ধরনের বর্বরতা চলছে। সেনাবাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েকশ মানুষ।

Bootstrap Image Preview