Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, এপ্রিল ২০২১ | ৬ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

বিয়ের ১০ মাসের মাথায় স্ত্রী ও শাশুড়িকে 'গলাটিপে হত্যা'

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৩:২১ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৪:০২ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরের পাঠানটুলী গায়েবী মসজিদ এলাকায় মা মেয়ে খুনের ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজন মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে মরদেহ দুটি দেখতে পান। তাদের একজনের মরদেহ ঘরের বাইরে এবং অপরজনের মরদেহ ঘরের ভেতর ছিল।

নিহতরা হলেন মা হোসেনে আরা (৫০) ও মেয়ে পারভিনের (২২)। ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মা-মেয়েকে রাতে গলাটিপে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। 

উপস্থিত ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দীন সেলিম বলেন, পারভিনের স্বামী মতিন তাদের দুইজনকে হত্যা করেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে সে পলাতক। মতিন রিকশাচালক বলে জানা গেছে। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে।গত ১০ মাস আগে মতিনের সঙ্গে বিয়ে হয় পারভিনের। পাঠানটুলি গায়েবী মসজিদের বিপরীতে মগপুকুর পাড় এলাকায় তারা ভাড়া থাকতো। 

Bootstrap Image Preview