Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরে গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৪:১৬ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৪:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নাটোরে রাশিদা বেগম নামে এক গৃহবধূকে এসিডে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে।শনিবার (২৭ অক্টোবর) রাতে সদর উপজেলার হালসা ইউনিয়নের আওরাইল এলাকায় ওই নারী এই ঘটনার শিকার হন।

মুমূর্ষু অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে চিকিৎসক ও গৃহবধূর স্বজনরা জানান, শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার হালসা ইউনিয়নের আওরাইল গ্রামের হাসেন আলীর স্ত্রী নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় এসিড জাতীয় ধাতব পদার্থ গৃহবধূ শরীরে ছুড়ে মারা হয়।

ঘটনার সময় ঘরের দরজা খোলা ছিল। এতে গৃহবধূর বাম হাত এবং পিঠের পুরো অংশ পুড়ে যায়।

পরিবারের লোকজন গুরুতর অবস্থায় রাতেই নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। তবে, এসিড জাতীয় ধাতব পদার্থ দিয়ে গৃহবধূ রাশিদা বেগমকে ঝলসে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম সুমন। এতে তার শরীরের ৯ ভাগ দগ্ধ হয়েছে।
এ ব্যাপারে নাটোর সদর থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, এ ব্যাপারে তারা অবগত নন। কেউ এখনো থানায় অভিযোগ করেনি।

Bootstrap Image Preview