Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ভাবতেই পারিনি ওরা ছিনতাইকারী হতে পারে’

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০১:৩৩ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০১:৩৩ PM

bdmorning Image Preview


সোমবার সকাল সাতটার দিকে ল্যাপটপ ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর শাহবাগ থেকে এক অর্ণব নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ছিনতাইকৃত ল্যাপটপটি উদ্ধার করেছে পুলিশ।

ছিনতাইয়ের শিকার আমীর হামজা জানান, তিনি সকাল আনুমানিক সোয়া সাতটার দিকে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে বাসা থেকে নরসিংদীর ঘোড়াশাল যাওয়ার উদ্দেশে রিকশায় করে গুলিস্তানের দিকে রওনা হন। পথিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে যাওয়ার সময় সুজুকি ব্র্যান্ডের একটি মোটরসাইকেলে (ঢাকা মেট্রো ল-২৭-৮০১৩) দুই যুবককে দেখতে পান। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সামনে আসা মাত্র মোটরসাইকেলটি তার রিকশা ঘেঁষে যাওয়ার সময় পেছনে বসে থাকা যুবক আচমকা টান মেরে ল্যাপটপ ছিনিয়ে নেয়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে গিয়ে হাত ও পায়ে ব্যথা পান।

তিনি আরও জানান, তার চিৎকার শুনে আরেক মোটরসাইকেল অারোহী দ্রুত তাকে তার মোটরসাইকেলে তুলে নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। শাহবাগের সামনে গিয়ে তারা বিপরীত দিক থেকে আসা দুটি বাসে আটকা পড়েন। এ সময় ছিনতাইকারীদের একজন মোটরসাইকেল থেকে নেমে দৌঁড়ে পালাতে পারলেও অর্ণব নামের অপর ছিনতাইকারী ধরা পড়েন। এ সময় তিনি বলেন, আমি ভাবতেই পারিনি ওরা ছিনতাইকারী হতে পারে।

অর্ণব ছিনতাইয়ের কথা স্বীকার করে বলেন, তার বন্ধুর আলভীসহ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সামনে ল্যাপটপের ব্যাগটি ছিনতাই করে। ছিনতাইয়ের পরই আলভী তাকে দ্রুত পালাতে বলে।

Bootstrap Image Preview