Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোলা থেকে চুরি হওয়া মাইক্রোবাস দৌলতখানে উদ্ধার

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০১:১৯ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০১:৩০ PM

bdmorning Image Preview


ভোলা থেকে চুরি করে আনা একটি মাইক্রোবাস দৌলতখান উপজেলা থেকে (ঢাকা মেট্রো -ছ ১৪-০৩৬৪) উদ্ধার করেছে থানা পুলিশ।    

গতকাল রবিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেনের নেতৃত্বে দৌলতখান থানার এস আই জিন্নাতের সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আবু আব্দুল্লাহ কলেজ সংলগ্ন এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে। 

গাড়ির মালিক সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর ভোলা পৌর ৭নং ওয়ার্ডের কমিশনার সাহে আলমের বাসা থেকে রাত ৯টায় মাইক্রোবাসটি রেখে চলে আসে। পরের দিন সকালে গাড়িটি চুরি হয়ে গেলে সারাদিন খুঁজাখুঁজির পর না পেয়ে ভোলায় সদর থানায় একটি জিডি করেন। পড়ে দৌলতখান থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেনের সহযোগীতায় মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।   

এ ব্যাপারে দৌলতখান থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, মাইক্রোগাড়িটি দৌলতখান আবি আব্দুল্লাহ কলেজ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে  এবং আসামিরা পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটির কাগজপত্র সঠিক হলে আমরা গাড়ির মালিকের কাছে গাড়িটি হস্তান্তর করবো আর না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview