Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে আদিবাসী ২ শিশুর ধর্ষণকারীর বিচারের দাবিতে মানববন্ধন

নারী ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৩:৩০ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৩:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজশাহীতে গাইবান্ধা সদর উপজেলায় রবিদাস সম্প্রদায়ের দুই শিশুকে ধর্ষণের প্রতিবাদে এবং জড়িত নুরুন্নবীকে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আদিবাসী ছাত্র পরিষদ ও রাজশাহীর রবিদাস সম্প্রদায়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজশাহীর রবিদাস সম্প্রদায় ও আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার আহ্বায়ক উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, অর্থ সম্পাদক অনিল রবিদাস, পাবনা জেলা শাখার সভাপতি মিঠুন রবিদাস, রবিদাস সম্প্রদায়ের অনিল বরন দাস, নীলা রবিদাস, গীতা রবিদাস, জগদীশ রবিদাস, কার্তিক রবিদাস প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা সদর উপজেলায় একই পরিবারের দুই শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামী নুরুন্নবী মিয়াকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।

আসামীপক্ষ প্রতিনিয়ত ভুক্তভোগীর পরিবারকে মীমাংসা করার হুমকি দিচ্ছে। একই সাথে আসামীপক্ষ তাদের বিরুদ্ধে দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলা তুলে নিতে ভয়-ভীতি প্রদর্শন করছে।

এদিকে রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা তাহেরের ছেলে সেলিম অরফে ছলিম (৪৫) গত ২২ অক্টোবর এক আদিবাসী শিশুকে ধর্ষনের চেষ্টা করে। এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচারের দাবি জানান তারা।

তাদের অভিযোগ, ভুক্তভোগীর পরিবার তানোর থানায় মামলা দায়ের করলেও আসামীকে গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়নি পুলিশ। বরং আসামীপক্ষ ভুক্তভোগীর পরিবারকে মামলা তুলে নিতে চাপ এবং ভয়-ভীতি দেখাচ্ছে।

Bootstrap Image Preview