Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় রাজন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

শামীম খান, মাগুরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০২:২৪ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০২:২৪ PM

bdmorning Image Preview


মাগুরায় মুক্তিযোদ্ধা সন্তান, কৃতি ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজন খান হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন করেছে রাজনের খান পাড়াস্থ এলাকাবাসী। 

রবিবার (২৮ অক্টোবর) সকালে এ মানববন্ধন করা হয়।

সকালে শহরের পিটিআই স্কুলের সামনে মানববন্ধন থেকে রাজনের হত্যার দ্রুত বিচার কাজ সম্পন্ন ও রাজন হত্যা মামলার আসামি মীর আবু সাঈদসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসি।

মানববন্ধনে রাজনের বাবা মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশরাফ খান, আওয়ামী লীগ নেতা সেলিম খান, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা খান বক্তব্য রাখেন।

৪ বছরেও এ হত্যাকাণ্ডের বিচার না হওয়ার পাশাপাশি মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে এমন অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৮ অক্টোবর মাগুরা সরকারি কলেজের মধ্যে রাজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

                         
 

Bootstrap Image Preview