Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত প্লাস্টিক সার্জারী স্থগিত

ফায়জুন সিতু, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৯:২৮ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৯:২৮ PM

bdmorning Image Preview


সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত স্বল্প খরচে প্লাস্টিক সার্জারী ক্যাম্প নিরাপত্তা শঙ্কায় স্থগিত করেছে কর্তৃপক্ষ। 

শনিবার (২৭ অক্টোবর) গণস্বাস্থ্য কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়েছে, এমডিএম জাপান, এমডিএম ফ্রান্স ও গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত প্লাস্টিক সার্জারী ক্যাম্প স্থগিত করা হয়েছে। ঠোঁটকাটা, তালুকাটা, আগুনে পোড়া ও বিভিন্ন জন্মগত সমস্যার জন্য এই বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জারি টিম অপারেশন করে থাকে। 

প্রতি বছর দুইবার এমডিএম জাপান গণস্বাস্থ্য কেন্দ্রে এই অপারেশনের আয়োজন করে থাকে। এই টিম প্রতিবার প্রায় দুইশত রোগী দেখেন এবং প্রায় একশত অপারেশন করে থাকেন। এবারও প্রায় তিনশত রোগী অগ্রীম রেজিস্ট্রেশন করেছিলেন প্লাস্টিক সার্জারী সেবা নেওয়ার জন্য। 

গণস্বাস্থ্য কেন্দ্রে সাম্প্রতিক হামলা, মামলার কারণে জাপান এবং ফ্রান্সেন চিকিৎসকগণ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তঁদের জন্য নির্ধারিত আবাসিক এলাকা পিএইচএ ভবনে শুক্রবার (২৬ অক্টোবর) একদল দুস্কৃতিকারী হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। 

এমডিএম জাপান বিভিন্ন মিডিয়ার খবর ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এ খবর জানতে পেরেছে। পরে তারা নিজেদের মধ্যে আলোচনা করে এবারের জন্য প্লাস্টিক সার্জারী মিশন স্থগিত করার সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশি রোগীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন। 

গণস্বাস্থ্য কেন্দ্রের বিজনেস ম্যানেজার আলমগীর কবির জানান, এই প্লাস্টিক সার্জারী ক্যাম্প স্থগিত হবার কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকার প্রায় একশত রোগী অপারেশন সুবিধা থেকে বঞ্চিত হবেন। গণস্বাস্থ্য কেন্দ্র এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে পুণরায় এই প্লাস্টিক সার্জারী ক্যাম্প আয়োজন করা হবে বলে জানান তিনি।  

Bootstrap Image Preview