Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীপুরে কুকুর আতঙ্ক, শিশু-নারীসহ আহত ২৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:০১ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:০১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


লক্ষ্মীপুর পৌরসভায় কুকুরের কামড়ে ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধারের পর তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই শিশু।

আজ বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামচরী ও ৫ নম্বর ওয়ার্ডের শাখারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মুন্নি (১২), তাসলিম (১৪), তাসনিম (৭), আসিফ (২০), অহিদ (৭), নোমান (২৭), রুমি (১৩), দুরন্ত (৭), সামির (১০), নাহিদা (৮), সমির (১০), নাহিয়ান (১০), শিরিন আক্তার (৪৫), শ্রাবণ (৮), নিশু (১৫), আহাদ (৫), নুর নাহার (৪৫), তানহা (৫), জাহাঙ্গীর (২৫), রাফি (১১), রিহান (৪), আবদুল্লাহ (৩), সিহাব (৮), নুর হোসেন (৪৩) ও তীর্থ (৪)। আহতদের সকলের বাড়ি পৌরসভার লামচরী ও শাখারীপাড়ায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, কুকুরের কামড়ে শিশু সামিরের চোখ ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে লামচরী, শাখারীপাড়া ও আশপাশ এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, স্বজনরা আক্রান্তদের হাসপাতালে নিয়ে এসেছে। এখানে তাদের চিকিৎসা চলছে। আক্রান্তদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ রয়েছে।

Bootstrap Image Preview