Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৫:৫৭ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৫:৫৭ PM

bdmorning Image Preview


জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:

গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলানোর ঘটনায় পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী-সতিনসহ পাঁচ জনকে আসামি করা মামলা দায়ের করা হয়েছে।

গত ২৩ অক্টোবর ফাতেমার বোন কাজল কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ মামলা করেন। মামলার আসামিরা হলেন, ফাতেমার স্বামী মোসলেম সিকদার, সতিনের ছেলে আবু সায়েক সিকদার, সতিন হাজেরা বেগম, মোসলেমের বোন রওশনারা বেগমসহ পাঁচ জন।

কাজল জানান, ৫৮ বছর বয়সী মোসলেম সিকদার সম্পর্কে চাচা হয়েও কিশোরী বয়সে ফাতেমাকে দ্বিতীয় বিয়েতে বাধ্য করে। এর পরেও মোসলেমের কুকীর্তির অন্ত ছিল না। এসব প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে ২০ অক্টোবর ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পরে মৃতদেহ হাসপাতালে নিয়ে বলা হয় স্ট্রোকে মারা গেছে ফাতেমা। পুলিশ বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এ দিকে গৃহবধূ ফাতেমা হত্যা মামলা প্রত্যাহার করতে বাদীকে দেয়া হচ্ছে খুনের হুমকি। ফাতেমার বোন মামলার বাদী মোসাম্মৎ কাজল এ ঘটনায় পরিবারের নিরাপত্তা চেয়ে কলাপাড়া থানায় একটি জিডি করেছেন।

মামলায় বলা হয়েছে, একাধিক মামলার আসামি মোসলেম সিকদার ফাতেমাকে নাবালক থাকা অবস্থায় প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করেন। এরপর পারিবারিক অশান্তি লেগেই থাকত। ঝগড়া ছিল নিত্য ঘটনা। আসামিরা পরিকল্পিতভাবে ফাতেমাকে (২৫) হত্যা করে। ফাতেমার আট বছর বয়সী শিশু সন্তান ফাহিম এখন মা হারা, নির্বাক হয়ে গেছে। শুধু এদিক-ওদিক ফিরে খুঁজে বেড়ায় মা'কে।

ফাতেমার বাবা আব্দুর রব সিকদারও অসহায়ের মতো চোখের পানি ঝরাচ্ছেন। বর্তমানে ফাতেমার হত্যার বিচারে মামলা করে মোসলেম সিকদার গংদের অব্যাহত হুমকিতে পরিবারের সবাই নিরাপত্তাহীন হয়ে আছেন।

মামলার বাদির আইনজীবী নাথুরাম ভৌমিক জানান, বিজ্ঞ আদালত কলাপাড়া থানার ওসিকে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন।

কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, ফাতেমার গোটা পরিবারের নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়েছে। আদালতের নির্দেশনামতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। আসামিরা পলাতক রয়েছে। গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview