Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে ধর্ষণ মামলার আসামি আটক

মোঃ আবছার কবির, কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৩:৫১ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৩:৫১ PM

bdmorning Image Preview


সীমান্ত উপজেলা টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় এক কিশোরী ধর্ষণ মামলার আসামিকে আটক করেছে পুলিশ।

গতকাল (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে বাহার ছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে উত্তর শীলখালীতে অভিযান চালিয়ে রোহিঙ্গা কিশোরী ধর্ষণ মামলার অন্যতম আসামি স্থানীয় মোহাম্মদ আলীর পুত্র শাহ আলম মিস্ত্রিকে (৩৫) আটক করেছে।

জানা যায়, উক্ত চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত ঈদুল আজহার পরের দিন ২৩ আগস্ট সম্পর্কের পরিচয়ে ৩ জন রোহিঙ্গা কিশোরীদের বাড়িতে বেড়াতে আনার ফাঁদে কয়েকজন বখাটে মিলে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সংলগ্ন উত্তর শিলখালী রাস্তার পাশে পশ্চিমে সৈকত ঝাউবনে কয়েকজন বখাটে মিলে পালাক্রমে গণধর্ষণ করে।

গত ২৯শে আগস্ট ধর্ষণের শিকার কিশোরীদের ডাক্তারী পরীক্ষা শেষে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিনের কাছে জবানবন্দি প্রদান করে।

ঘটনার বিবরণ দিয়ে ধর্ষিতাদের মধ্যে শামসুন্নাহার নামে একজন রোহিঙ্গা কিশোরী বাদী হয়ে টেকনাফ থানায় দায়েরকৃত মামলায় নামীয় ৩জন আর অজ্ঞাত নামা ৩ জনসহ মোট ৬ জনকে আসামি করে মামলা করেন। যার মামলা নং ৫৭/৮/১৮।

এই মামলায় আগেই সিএনজির ড্রাইভার আব্দুল্লাহকে (২৩) আটকের পর কারাগারে পাঠিয়েছে আদালত। শাহ আলম মিস্ত্রিসহ এখন পর্যন্ত ২ জনকে আটক করে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার জানান, ধর্ষন মামলার আসামি শাহ আলম মিস্ত্রীকে আটক করা হয় বাকি আসামিদেরও গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে। 

Bootstrap Image Preview