Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মীরসরাইয়ে অলস সময় পার করছে জেলেরা 

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি  
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ১২:০৮ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ১২:০৮ PM

bdmorning Image Preview


ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ করায় বর্তমানে অলস সময় পার করছে মীরসরাইয়ের জেলেরা।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় কয়েক হাজার জেলে এই অলস সময়টুকু কাজে লাগাচ্ছে জাল সেলাই এবং বোট মেরামত করে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ জাল বুনছেন আবার কেউ বোট মেরামত করছেন। অনেককেই দলবেঁধে জাল সেলাই করতেও দেখা যায়। তাদের মাছ ধরা বোটগুলো সারি সারি করে বাঁধা রয়েছে সাগর তীরে। কর্মব্যস্ত জেলাপাড়াগুলো অনেকটা একেবারে নিরব। 

উপজেলার সাহেরখালী এলাকার জেলে তাপস জলদাস ও চিতরঞ্জন জলদাস বলেন,‘৭ তারিখ থেকে সরকারের নির্দেশে আমরা সাগরে মাছ মারতে যাচ্ছি না। তাই এ সময়ে আমরা সম্পূর্ণ বেকার। আমাদের আর কোনো আয়ের পথ নেই।’
জেলে রাখাল জলদাস ও গোপাল জলদাস বলেন, ‘২২ দিন মাছ ধরতে সাগরে যেতে পারবো না কিন্তু আমরা কিভাবে সংসার চালাবো ? এখন আমরা একেবারে বেকার, সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। এই ২২ দিনের জন্য আমরা অন্য কোনো পেশাতেও যেতে পারছি না।’

এদিকে সাগরে মাছ ধরা বন্ধে উপজেলা প্রশাসনের মৎস্য বিভাগ থেকে জেলে প্রতি ২০ কেজি চাল দিলেও তা দিয়ে সংসার চালাতে কষ্ট হচ্ছে তাদের। সরকারের পক্ষ থেকে দেয়া ২০ কেজি চাল পর্যাপ্ত নয় বলেই অনেকেই কষ্টে আছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল রহমান চৌধুরী জানান, এবার সচেতনতা সৃষ্টির জন্য তারা জেলেদের মধ্যে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এসময়ে সরকার জেলেদের জন্য চাল প্রদান করছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের তালিকা অনুযায়ী সহায়তা দেয়া হচ্ছে।
 

Bootstrap Image Preview