Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চসিকের সাবেক মেয়র মাহমুদুল ইসলামের বিরুদ্ধে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৯:৪৪ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৯:৪৪ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার বাঁশখালীতে সনাতনী ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিকের) সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৪ অক্টোবর) চট্টগ্রামের বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাঈনুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক স্বপন কুমার দাশ।

আদালত অভিযোগ আমলে নিয়ে এ ব্যাপারে তদন্তপূর্বক ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বাঁশখালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৮ অক্টোবর মহানবমীর দিন উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া শিলপাড়া পূজামন্ডপ পরিদর্শনে গিয়ে মাহমুদুল ইসলাম চৌধুরী বক্তব্য দেয়ার সময় বলেন, দেবী দুর্গার যেমন ১০ হাত আমারও তেমন ১০ হাত। এতে সনাতনীদের ধর্মীয় অনভূতিতে আঘাতের অভিযোগে দণ্ডবিধির ২৯৮ ধারায় মামলাটি করা হয়।

এ বিষয়ে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, আমি অনেক পূজামণ্ডপ পরিদর্শনে গিয়েছি। কোনটায় কী বক্তব্য দিয়েছি তা জানি না। আমি তো তাদের উৎসাহ দিতে গিয়েছি, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিব কেন?

Bootstrap Image Preview