Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে ৭৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ১০:১৬ AM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ১০:১৭ AM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফে প্রায় ৭৫ লাখ টাকার মূল্যমানের ১৪ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাবের।

কক্সবাজার র‌্যাব-৭কোম্পানী অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, মঙ্গলবার দুপুরে টেকনাফ-১ক্যাম্পের ইনচার্জ লেঃ মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হ্নীলা বাসস্ট্যাশন এলাকায় মেইন রাস্তার পূর্ব পার্শ্বে  চম্পা হোটেলের দ্বিতীয় তলায় আলমাস সৌর বিদ্যুৎ'র পেছনে ইলেকট্রিক ওয়্যারিং'র দোকানে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। উক্ত সংবাদে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে ১৪হাজার ৯৭০পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো জানান, এ সময় মাদক বিক্রির নগদ ৪৪,৫০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৪ লাখ  ৮৫হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবৈধভাবে মাদক জাতীয় দ্রব্য (ইয়াবা) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখল ও হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ১৯৯০ এর ২২(গ) ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন হ্নীলা ইউনিয়নের সিকদার পাড়ার আলী আহাম্মদের ছেলে জসীম উদ্দীন (২১), একই ইউনিয়নের নাট মোড়া পাড়ার আব্দুল মালেকের ছেলে ইমরান হোসেন (১৯), পশ্চিম পানখালীর মোঃ শাহ আলমের ছেলে জাবেদ(৩৫)।

Bootstrap Image Preview