Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিএমপি'র ৭০ পুলিশ ভাল কাজের পুরস্কার পেলেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৯:১০ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৯:১০ PM

bdmorning Image Preview


বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন স্থরের ৭০ জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় দামপাড়া পুলিশ লাইনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দফতর সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ সভায় এই পুরস্কার প্রদান করেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ হামিদুল আলম, বিপিএম, সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) মোঃ জাহেদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) এসএম মোবাশ্বের হোসাইন, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর, পিপিএম, অফিসার ইনচার্জ, কর্ণফুলী থানা, পুলিশ পরিদর্শক সদীপ কুমার দাশ, পিপিএম, অফিসার ইনচার্জ, পাহাড়তলী থানা, পুলিশ পরিদর্শক মো. ওচমান গনি, পরিদর্শক (তদন্ত) ইপিজেড থানা, এসআই অর্ণব বড়ুয়া, পাহাড়তলী থানা।

সভায় পুলিশ কমিশনার গত সেপ্টেম্বর মাসে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপি'র পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল ইউনিটকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা, ডিবিসহ অন্যান্য সংস্থাকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। মহানগরীতে অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধারের জন্য গুরুত্ব আরোপ করেন এবং নাগরিক তথ্য সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করেন।

Bootstrap Image Preview