Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে গ্রেফতারকৃত বিএনপি নেতা শামীম ও বক্কর রিমান্ডে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৫:৫৮ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৫:৫৮ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর জিইসিস্থ মেরিডিয়ান হোটেলের কাছে থেকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামিম ও চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে পুলিশ তাদের হাজির করে ৭ দিন রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে এক দিন করে রিমান্ডের আদেশ দেন।

জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন বাতিলের পর চট্টগ্রামে আদালত ভবন চত্তরে আইনজীবীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় পুলিশের ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপির এ দুই নেতাকে সোমবার গ্রেফতার দেখানো হয়। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবদুস সাত্তার।

আবুল হাশেম বক্করের একান্ত সহকারি শহীদ ইকবাল জানান, কোতোয়ালী থানায় দায়ের করা গায়েবী মামলায় এক দিনের রিমান্ড দিয়েছে আদালত। আমাদের পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেছিল কিন্তু আদালত তা নাকচ করে দেয়।

আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন, এ্যাডভোকেট আবদুস সাত্তার, এ্যাডভোকেট  নাজিম উদ্দিন, এ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট  নেজাম উদ্দিন, এ্যাডভোকেট মোহাম্মদ শাহীন।

Bootstrap Image Preview