Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথমবারের মত পোলান্ডে কাউন্সিলর হয়েছেন বাংলাদেশী মাহবুব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৯:৩০ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৯:৩০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে দেশটিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের মাহবুব সিদ্দিকী। রাজধানীর ইতিহাসে প্রথম কোন বিদেশি হিসেবে সিটি কাউন্সিলে যাবার গৌরব অর্জন করেন তিনি।

গতকাল রবিবার (২১ অক্টোবর) নির্বাচনে প্রথম কোন বাংলাদেশী হিসেবে মাহবুব সিদ্দিকী বিজয়ী হয়েছে। ২০১৮ সালের স্থানীয় সরকার নির্বাচনের অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে সিটি কাউন্সিলর নির্বাচিত হলেন তিনি। এ বছর পোলান্ডের প্লাটফর্মা ওবিভাতেলেস্কা পার্টি হতে প্রথমবারের মতো নোমিনেশন পান তিনি।

পোলান্ডের স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশীর বিজয় অনন্য মাইলফলক বলে বিবেচনা করা হচ্ছে যা ভবিষ্যতে আরো বড় সাফল্যের পথ প্রশস্ত করবে।

প্রথমবারেরমত এতো বড় পরিসরে নির্বাচনে বিজয়ী হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করেন কাউন্সিলর মাহবুব সিদ্দিকী। তার বাড়ি দেশের বাড়ী চট্রগ্রামে।

Bootstrap Image Preview