Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'দেশবিরোধী' বই লেখার অভিযোগে মিশরের অর্থনীতিবিদ গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৫:৪২ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৫:৪২ PM

bdmorning Image Preview


দেশবিরোধী লেখা সম্বলিত বই লেখার অভিযোগে অর্থনীতিবিদ আদবেল খালিক ফারুককে গ্রেফতার করেছে মিশরের পুলিশ। সম্প্রতি তিনি 'ইজ ইজিপ্ট রিয়েলি এ পুর কান্ট্রি?' নামে একটি বই লেখেন।

জানা যায়, বইটিতে তিনি মিশরের অর্থনৈতিক ও সামাজিক সংকটগুলো নিয়ে বিশ্লেষণ ও সমালোচনা করেন। গ্রেফতার ওই অর্থনীতিবিদের স্ত্রী ও আইনজীবীর বরাত দিয়ে এ খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এ দিকে রবিবার দেশটির কর্তৃপক্ষ তার বইগুলো বাজার থেকে বাজেয়াপ্ত করেন। ওইদিনই তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আদবেল খালিক ফারুকের স্ত্রী জানিয়েছেন, পুলিশ বাসায় এসে গ্রেফতারের সময় কারণ হিসেবে এই বইয়ের কথাই বলেছে।

তার আইনজীবী গামাল ইদ জানিয়েছেন, আদবেল খালিক ফারুককে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে নিয়ে যাওয়া হবে।

Bootstrap Image Preview