Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১২:৫৭ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১২:৫৭ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


কঙ্গোর পূর্বাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় শনিবার ২জন স্বাস্থ্যকর্মীসহ কমপক্ষে ১৪জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

কঙ্গোর সরকারি সূত্রমতে, দেশটির পূর্বাঞ্চলে হামলার ঘটনাস্থলে ইবোলার মহামারীর আকার ধারণ করলেও বিদ্রোহীদের আক্রমণের কারণে সহায়তাপ্রদান বাধাগ্রস্ত হচ্ছে। এর আগে, গত দুই সপ্তাহের পরিস্থিতি বিবেচনা করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন-ডব্লিউএইচও’র একটি বিশেষ কমিটি বুধবার জানিয়েছিলো, অতি শীঘ্রই সরকারের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ না নেওয়া হলে মহামারী নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী ওলি ইলুঙ্গা জানান, শনিবার কঙ্গোর সেনা মেডিকেল ইউনিটের ২ সদস্যসহ ১৪জনকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত মর্মবেদী কেননা, মানুষের সেবা নিশ্চিত করতে গিয়ে তাদেরকে প্রাণ দিতে হয়েছে। সেবাকর্মীদের সবকিছুর ঊর্ধ্বে রাখা উচিৎ।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ইবোলা আক্রান্ত হয়ে কঙ্গোতে ১৫২জনের মৃত্যু হয়েছে।

Bootstrap Image Preview