Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৫৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০২:৪১ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০২:৪৫ PM

bdmorning Image Preview


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের কাসুয়ান মাগানি শহরের একটি বাজারে সাম্প্রদায়িক সহিংসতায় ৫৫ জন নিহত হয়েছেন।

শনিবার (২০ অক্টোবর) গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, শহরটির একটি বাজারে ঠেলাগাড়ি চালকদের মধ্যে ঝগড়া বাধে। এরই জেরে মুসলিম ও খ্রিস্টান তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কাদুনা রাজ্যের পুলিশ কমিশনার জানায়, এ ঘটনায় ইতোমধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া ঘটনার পর শহরজুড়ে কারফিউ জারি করা হয়েছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির দাপ্তরিক মুখপাত্র গার্বা শেহু এক টুইট বার্তায় জানিয়েছেন, এ ধরনের বিরোধের ঘটনায় ঘন ঘন সহিংসতার ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছেন বুহারি।

বুহারি বলেছেন, জীবনের পবিত্রতার প্রতি এই উপেক্ষা কোনো সংস্কৃতি ও ধর্মই সমর্থন করে না। যে কোনো সমাজের কল্যাণ ও অগ্রগতির জন্য শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সুসম্পর্ক ছাড়া আমাদের দৈনন্দিন উদ্দেশ্য সাধনও অসম্ভব হবে।

এসময় তিনি সহনশীলতাকে উৎসাহিত করতে এবং এ ধরনের মতভেদ সহিংসতায় পরিণত হওয়ার আগেই থামানোর জন্য সমাজের নেতাদের প্রতি আহবান জানিয়েছেন।

Bootstrap Image Preview