Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে পৌরসভার ৫নং ওয়ার্ডে নৌকার সমর্থনে গণমিছিল

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৭:৪৪ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৫নং ওয়ার্ডে নৌকার সমর্থনে কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে ঘনিয়ারপাড় মোড় থেকে মিছিল শুরু হয়ে দেওয়ানজীকান্দি এবং ওটারচর প্রদক্ষিণ করে পূণরায় ঘনিয়ারপাড় মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে প্রস্তাবিত মায়া বীর বিক্রম ষ্টেডিয়ামে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, ছেঙ্গারচর পৌরসভার মেয়র আলহাজ¦ রফিকুল আলম জজ, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান ঢালী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মান্নান বেপারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাজেদুল হোসেন চৌধুরী দিপুর নেতৃত্বে ছেঙ্গারচর পৌর সংগঠনগুলো সুসংগঠিত আছে। মনোনয়ন পেলে বিপুল ভোটে দিপু চৌধুরীকে বিজয়ী করতে হবে। নৌকা প্রতীকের পক্ষে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। শেখ হাসিনাকে দেশের উন্নয়নের স্বার্থে আবারো ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। তাই দল মত নির্বিশেষে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

বক্তারা আরও বলেন, আধুনিক মতলবের রূপকার মোফাজ্জল হোসেন চৌধুরী (বীর বিক্রম) এমপি এবং সাজেদুল হোসেন চৌধুরী দিপুর ঘাটি। মতলবের এ মাটিতে জামাত-শিবির, রাজাকার ও জঙ্গীবাদের কোন স্থান নেই। আমাদের আধুনিক মতলবের রুপকার ত্রাণমন্ত্রী মায়া চৌধুরী মন্ত্রী হয়ে মতলবে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। মায়া চৌধুরী ও দিপু চৌধুরীর নেতৃত্বে আগামী নির্বাচন এবং বিএনপি জামায়াতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিছিলে অংশ গ্রহন করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, ছেঙ্গারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোছলেম উদ্দিন দেওয়ান, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম বাবু, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউসুফ মিয়া, ছাত্রলীগের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম রনি’সহ ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারন জনগন।

Bootstrap Image Preview