Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিরাপদ সড়কের দাবিতে টেক্সটাইল কলেজ ছাত্রের সংবাদ সম্মেলন

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৫:৩৪ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৫:৩৪ PM

bdmorning Image Preview


মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৯ম ব্যাচের ছাত্র মোহাইমিনুল ইসলাম মামুন নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে সংবাদ সম্মেলন করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোরারগঞ্জে এই সংবাদ সম্মেলন করা হয়। 

শিক্ষার্থীদের এই সংবাদ সম্মেলনে ৮ম ব্যাচের ছাত্র রিয়াদ বিন সিদ্দিকী লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টায় কলেজের ছাত্র মোহাইমিনুল ইসলাম মামুন এবং ৮ম ব্যাচের ছাত্র সুদীপ্ত একটি সিএনজি অটোরিক্সা করে ক্যাম্পাসে ফিরছিল। ওই সিএনজি অটোরিক্সার হেডলাইট না থাকায় পথিমধ্যে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এলে সেখানে পূর্ব থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনের অংশে সিএনজি অটোরিক্সাটির ধাক্কা লাগে। এ সময় সিএনজি অটোরিক্সার সামনে থাকা মোহাইমিনুল ও সুদীপ্ত আহত হয়। এর মধ্যে মামুনের আঘাতটা ছিলো খবুই গুরুত্বর। এই দুর্ঘটনায় মোহাইমিনুলের মাথার একাংশ ফেটে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করেন।

পরে সেখানে সাধারণ এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১৬ অক্টোবর মঙ্গলবার সকালে সে মারা যায়। সহপাঠির এমন মৃত্যুকে তারা কোনভাবে মেনে নিতে পারছেন না বলে অভিযোগ করেন। তারা প্রশ্ন করেন এই মৃত্যুর দায় কার?। ঘটনার সময় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে কোন প্রকার সড়ক বাতি না থাকায় এবং সেখানে সড়কের উভয় পাশে বিভিন্ন সময় দুর্ঘটনাকবলিত কয়েকটি বাস-ট্রাক দাঁড় করিয়ে রাখায় এই ঘটনার সূত্রপাত হয়। এরজন্য তারা সিএনজি অটোচালক এবং হাইওয়ে পুলিশের অদক্ষতাকে দায়ী করছেন।

এ ঘটনায় তারা নিরাপদ সড়ক চেয়ে ৭টি দাবি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্বারক লিপি প্রদান করবেন বলেও জানান। তারা এও হুশিয়ারি উল্লেখ করেন, খুব শীঘ্রই এই ৭ দফা বাস্তাবায়ন না হলে তারা অচিরেই সড়কে নেমে বিভিন্ন ধরনের কঠোর কর্মসূচি পালনেরও ঘোষণা দেন।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সোহেল সরকার বলেন, দুর্ঘটনার পর সড়কে স্প্রিট ব্রেকার দেওয়া হয়েছে। ফাঁড়ির সামনের সৌর বিদ্যুতের স্ট্রিট লাইট রয়েছে।

Bootstrap Image Preview