Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৫:০৯ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৫:০৯ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীতে বাসের ধাক্কায় আনোয়রুল আজিম (৫২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় গুরুত্ব আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও দুই যাত্রী।

বুধবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর দেওয়ানহাট ওভারব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

জানা নায়, নিহত ব্যক্তি ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার এভিপি। যাত্রী একই ব্যাংকের এফএভিপি শহীদুল ইসলাম (৪৩) ও সিএনজি চালক জহির উদ্দিন (৩২)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম জানান, সিএনজি অটোরিকশা যোগে সকাল ৯টার দিকে নগরীরর রামপুরা বাসা থেকে অফিসে যাচ্ছিলেন আনোয়ারুল আজিম ও শহীদুল ইসলাম। সকাল সাড়ে ৯টার দিকে দেওয়ানহাট ওভারব্রিজের উপর উত্তরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে সিএনজিটি অপর একটি ট্রাকের নীচে ঢুকে পড়ে। এতে আনোয়ারুল আজিম, শহীদুল ইসলাম ও সিএনজি চালক গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত আনোয়ারুল আজিমকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

Bootstrap Image Preview