Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সোমালিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ৬০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ১২:৩৭ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ১২:৩৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সোমালিয়ার মধ্যাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর করা বিমান হামলায় এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন। বাহিনীটির পক্ষ থেকে এ হামলার তথ্য নিশ্চিত করে জানানো হয়, ঘটনায় নিহত সকলেই জঙ্গিগোষ্ঠী আল শাবাবের সদস্য।

মঙ্গলবার পেন্টাগনের আফ্রিকা কমান্ড এ কথা জানিয়েছে। 

পেন্টাগনের আফ্রিকা কমান্ড বিবৃতিতে জানিয়েছে,  চলতি বছরে সোমালিয়ায় অন্যতম বড় বিমান হামলা এটি৷ গত সপ্তাহে বিমান হামলায়  প্রায় ৬০ জন জঙ্গি  নিহত হয়। 

তারা জানায়, গত বছর নভেম্বরে বিমান হামলায় আল শাবাব গ্রুপের ১০০-রও বেশি জঙ্গি  নিহত হয়েছে। 

এদিকে বিবিসি বলছে, শুক্রবার (১২ অক্টোবর) চালানো সেই বিমান হামলাটিকে সম্পূর্ণ ‌‘নির্ভুল’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি। জঙ্গি সংগঠন আল শাবাবকে মূলত সোমালিয়া থেকে প্রতিরোধ করতেই দেশটির সেনাবাহিনীর সঙ্গে যৌথ কার্যক্রমের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই হামলাটি পরিচালনা করে।

উক্ত বিবৃতিতে আরও বলা হয়, ২০১৭ সালের নভেম্বরে হওয়া বিমান হামলার পর এটি বর্তমানে হওয়া সবচেয়ে বড় কোনো হামলা। ২০১৭ সালে করা বিমান হামলায় জঙ্গি সংগঠন আল শাবাবের প্রায় ১০০ জন সদস্য প্রাণ হারান।

সংবাদে আরও বলা হয়, সোমালিয়ায় এ জঙ্গি গোষ্ঠীর আধিপত্য দেশটিতে বেশ প্রবল। সেই গোষ্ঠীটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী।

এ বিষয়ে বার্তা সংস্থা এপি জানায়, মার্কিন সেনারা চলতি বছর দেশটিতে দুই ডজনেরও বেশি ড্রোন হামলাসহ অসংখ্য বিমান হামলা পরিচালনা করেছে।

এদিকে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানায়, ‘সোমালিয়ার জনগণের ওপর জঙ্গি সংগঠন আল শাবাবের হামলা প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র ও তাদের সব সহযোগীরা বেশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

 

Bootstrap Image Preview