Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় ৬৫০টি মন্ডপে দুর্গাপূজা শুরু

মোঃ কাসেমুর রহমান শ্রাবন, মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:১২ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:১২ PM

bdmorning Image Preview


সোমবার থেকে সনাতন ধার্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এ বছর মাগুরা জেলার চার উপজেলায় প্রায় ৬৫০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু জানান, এ বছর জেলার চার উপজেলার মধ্যে মাগুরা সদরে ২২৫টি, শালিখায় ১৬২টি মহম্মদপুরে ১২৩টি এবং শ্রীপুর উপজেলায় ১৩৮ মন্ডপে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। আলোক সজ্জা ও প্যান্ডেল সাজ সজ্জার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, আনসার সদস্যসহ স্বেচ্ছসেবকগন সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে। 

জেলার বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা গেছে প্রতিমা শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে মা দুর্গাকে সাজিয়েছেন। মন্ডপগুলোতে আলোকসজ্জার পাশপাশি এ উপলক্ষে মেলায় এসেছে দোকানীরা। 

মাগুরা সদর উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামের প্রতিমা শিল্পী মুকুল কুমার বৈদ্য জানান, এ বছর তিনি টাঙ্গাইল, রাজবাড়ী, মাগুরাসহ মোট ৭টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ করছেন। প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ১০ থেকে ১৫ হাজার টাকা। দীর্ঘ ৫০ বছর তিনি প্রতিমা তৈরির কাজ করে আসছেন। 

রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার প্রতিমা শিল্পী বিরোন্দ্র নাথ বিশ্বাস জানান, দীর্ঘ বিশ বছর ধরে জেলা ও জেলার বাইরে প্রতিমা গড়ার কাজ করে থাকেন। এ বছর তিনি মাগুরার শ্রীপুর উপজেলাসহ ১৭টি মন্ডপে প্রতিমা তৈরি করছেন। তিনি জানান, প্রতিটি প্রতিমা তৈরির জন্য পারিশ্রমিক হিসেবে ১৫ থেকে ২৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন।

পূজায় ঘুরতে আসা সদরের কিতান্ত বিশ্বাস জানান, এবারের পূজায় প্রতিমাগুলো অনেক ভাল হয়েছে। এছাড়া মেলায় ঘুরে খুব ভাল লাগলো। ভারত থেকে মাশির বাড়িতে বেড়াতে আসা লাবণ্য জানান, মাগুরার পূজার প্রতিমা ও লাইটিং বেশ ভাল হয়। আর এজন্য এবার পূজায় বাংলাদেশে আসলাম প্রতিমা দেখতে। আর লাইটিং ও প্রতিমা দেখে মনে হল বাংলাদেশে পূজা দেখতে আসা সার্থক হয়েছে।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে পূজা উৎসব উদযাপন করার জন্য সব জায়গাতেই যথাযত নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

                                                             
 

Bootstrap Image Preview