Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ৪৯তম বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত  

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০২:৩৫ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০২:৩৫ PM

bdmorning Image Preview


খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে চট্টগ্রামে ৪৯তম বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

'চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান' এ প্রতিপাদ্য বিষয়ের উপর রবিবার (১৪ অক্টোবর) নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিএসটি আই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রকৌশলী মো. সেলিম রেজা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল বলেন, খাদ্যের মানে কারো সাথে আপোষ নয়। জাপান ভালো দামে মানসম্পন্ন খাদ্যপণ্য আমদানি করে। মানের প্রশ্নে তারা আপস করে না। খাদ্যপণ্যের ব্যাপারে যেন বিএসটিআই আপস না করে। ১৬ কোটি মানুষের এ দেশে খাদ্য, পানি, ওষুধ, শিশুখাদ্য ইত্যাদিতে কোনো আপস করা যাবে না। বিদেশে যা রপ্তানি হচ্ছে সেই খাদ্য, পানীয়, ওষুধ দেশেও বাজারজাত করতে হবে। যারা ভেজাল খাদ্য উৎপাদন করবে তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না।

তিনি আরও বলেন, অনলাইনে ব্যবসার সুবিধা যেমন আছে তেমনি কিছু অসুবিধাও আছে। এ ব্যাপারে ভোক্তাদের সচেতন, সক্ষম হতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসাইন।

প্রকৌশলী মো. সেলিম রেজা বলেন, প্রতি বছর ১৪ অক্টোবর বিশ্বব্যাপী মান দিবস পালন করা হয়। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মান অপরিহার্য। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকতে হলে বিশ্ব মান নিশ্চিত করতে হবে।

বিএসটিআই'র কর্মকর্তা শিমুল বিশ্বাস ও দেবী দাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, চট্টগ্রাম চেম্বারের সহ সভাপতি সৈয়দ জামাল আহমদ, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, বিএসটিআই'র উপ পরিচালক শওকত ওসমান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসেসিয়েশনের জয়নাল আবেদিন রানা প্রমুখ।

 

Bootstrap Image Preview