Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ১১:৫১ AM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ১১:৫১ AM

bdmorning Image Preview


আফ্রিকার সোমালিয়ায় একটি রেস্তোরাঁ ও একটি হোটেলে ভিতরে পরপর দুই আত্মঘাতী বোমারুর চালানো হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই ঘটনাই আহত হয়েছেন আরো ৫০ জন। একথা জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা -খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা।

বাইদোয়া শহরে রেস্তোরাঁ ও হোটেল দু’টি বেসামরিক নাগরিক ও সরকারি কর্মকর্তাদের কাছে বেশ জনপ্রিয়। সশস্ত্র দল আল-শাবাব হামলার দায় স্বীকার করেছেন। 

শাবাব-পন্থী এক রেডিও স্টেশনে দেওয়া বক্তব্যে তারা বলেছে, দু’টি হামলার একটি চালানো হয়েছে, সাবেক সোমালি মন্ত্রী মোহাম্মদ আদেন ফারগেটির মালিকানাধীন একটি হোটেলে।  তিনি নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে লড়ার কথা রয়েছে। 

প্রসঙ্গত, এক বছর আগে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি আত্মঘাতী ট্রাক-বোমা হামলায় অন্তত ৫০০ মানুষ নিহত হয়। এই হামলার এক বছরপূর্তিতে এই জোড়া হামলা চালানো হল। 

Bootstrap Image Preview