Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উন্মোচনের আগেই ফাঁস হুয়াওয়ে’র নতুন ফ্ল্যাগশিপ মেইট ২০ প্রো’র তথ্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০২:৪০ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০২:৪০ PM

bdmorning Image Preview


উন্মোচনের আগেই ফাঁস হয়েছে হুয়াওয়ে’র তিন ক্যামেরা যুক্ত নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন মেইট ২০ প্রো’র সব তথ্য। নতুন এই স্মার্টফোনটি তথ্য ও ছবি ফাঁস করেছে প্রযুক্তি সাইট উইনফিচার। সাইটটির বিরুদ্ধে এর আগেও অনেক ডিভাইসের তথ্য ফাঁস করায় খ্যাতি রয়েছে।

উইনফিউচারের প্রতিবেদনে বলা হয়, ৬.৩ ইঞ্চি ওলেড পর্দা রাখা হবে ফোনটিতে। পর্দার ওপরে নচ ও নিচে চিনবার থাকছে। আর পর্দার রেজুলিউশান হবে ৩১২০X১৪৪০ পিক্সেল।

পি২০ প্রো’র মতোই পেছনে লাইকার তিন ক্যামেরা সেটআপ থাকছে মেইট ২০ প্রো-তে। পেছনে ৪০ মেগাপিক্সেল আর সামনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ডিভাইসটিতে-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

ধারণা করা হচ্ছে পর্দার মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে নতুন এই ফ্ল্যাগশিপে। ছয় গিগাবাইট বা আট গিগাবাইট র‍্যামের সঙ্গে ১২৮, ২৫৬ বা ৫১২ গিগাবাইট স্টোরেজ থাকতে পারে ডিভাইসটিতে।

ডিভাইসটিতে প্রতিষ্ঠানের নতুন সাত ন্যানোমিটার কিরিন ৯৮০ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হতে পারে। আইএফএ ২০১৮-তে হুয়াওয়ে দাবি করে আগের প্রসেসর থেকে অনেক দ্রুতগতির নতুন এই চিপটি। নতুন এই চিপটি দিয়ে সরাসরি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপের সঙ্গে প্রতিযোগিতায় নামছে হুয়াওয়ে।

Bootstrap Image Preview