Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশের ছদ্মবেশে বিদেশিদের সাথে প্রতারণা, আটক ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১২:১৯ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ১২:১৯ PM

bdmorning Image Preview


মালয়েশিয়ায় পুলিশ সদস্যের ছদ্মবেশে বিভিন্ন অপাধের অভিযোগে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ৷ চলতি মাসে ইপু শহরের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানা গেছে৷

আটককৃত পাঁচ সদস্যের মধ্যে একজন পুলিশ সদস্য বলে জানিয়েছে মালয়েশিয়া পুলিশ ৷

পুলিশ জানায়, এই প্রতারকচক্র জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৯টি ডাকাতি করেছে৷

ফৌজদারি তদন্ত বিভাগের প্রধান সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইয়াহিয়া আব্দ রহমান জানান, গ্যাং সদস্যরা হোস্টেল বা নির্মাণ সাইটগুলোর কাছাকাছিতে (কংসি) থাকা বিদেশি কর্মীদের লক্ষ্য করে লুটপাট করত৷ তাদের বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে ৷

পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ অক্টবর প্রথম একজনকে গ্রেফতার করে। পরে আরও তিন সদস্যকে আটক করা হয় জানিয়ে ইয়াহিয়া বলেন, পুলিশের ছদ্মবেশে তারা এই এলাকায় স্পট চেক পরিচালনা করায় পরিচিত হয়ে উঠেছে৷ বিদেশি কর্মীদের মোবাইল, টাকা, গহনা লুট করার আগে তাদের ভিসা চেক করার অভিনয় করত চক্রটি৷ এ সময় তাদের কেউ কেউ পুলিশের জ্যাকেট গায়ে পরে নিত৷

প্রতারক চক্রের এই পাঁচ সদস্যকে আটক করার সময় তাদের কাছ থেকে ১৫টি মোবাইল, দুটি পুলিশের জ্যাকেট, একটি ওয়ালেট ও ব্যাগ এছাড়া একটি কাটার জব্দ করা হয় ৷

আটককৃতদের দোষী সাব্যস্ত করার জন্য পেনাল কোডের ৩৯৫ ধারা এবং লুটপাটের দণ্ডবিধির ১৭০ ধারায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷

Bootstrap Image Preview