Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুল্ক গোয়েন্দার পদক্ষেপে ১০ লক্ষ ৬৭ হাজার টাকার রাজস্ব রক্ষা

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৯:২৯ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৯:২৯ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত পণ্যের একটি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় প্রায় ১০ লক্ষ ৬৭ হাজার টাকার রাজস্ব সুরক্ষিত হয়েছে বলে জানায় শুল্ক গোয়েন্দা।

গত ১৬ সেপ্টেম্বর আমদানিকৃত এ পণ্যের চালানটির খালাস স্থগিত করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানতে পারে রাজধানীর বাড্ডাস্থ ‘মোসার্স কে এ ডিজাইন লি.’ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান শুল্ক করাদি ফাঁকি দিয়ে একটি পণ্যের চালান আমদানি করতে যাচ্ছে। যেটির দায়িত্বে নিয়োজিত ছিল ‘সি এন্ড এফ এজেন্ট রূপা এন্টারপ্রাইজ’ নামে চট্টগ্রামের অপর একটি প্রতিষ্ঠান। পরে অধিদপ্তরটির মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক একটি অভিযান পরিচালনা করে পণ্য চালানটির খালাস স্থগিত করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আটককৃত পণ্যের চালানটিতে ঘোষণাতিরিক্ত পণ্য পাওয়া যায়। শুল্ক করাদি সহ পণ্য চালানটির মোট মুল্য ৪ কোটি ৪০ লাখ টাকা। উক্ত ঘোষণাতিরিক্ত পণ্যের শুল্ক করাদির পরিমান (আনুমানিক) ১০ লক্ষ ৬৭ হাজার টাকা।

ন্যায় নির্ণয়সহ শুল্ক করাদি আদায়ের জন্য প্রতিবেদনটি কমিশনার কাস্টম হাউসে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছে শুল্ক গোয়েন্দা সূত্র।

Bootstrap Image Preview