Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মানবজমিনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৭:২৯ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৭:২৯ PM

bdmorning Image Preview


দেশের জনপ্রিয় ট্যাবলয়েড পত্রিকা দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী ও স্টাফ রিপোর্টার রুদ্র মিজানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকেরা।

আজ বুধবার বিকেলে ৩টায় স্থানীয় বাসিয়া ব্রীজে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবজমিনের বিশ্বনাথ প্রতিনিধি আক্তার আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক সমকাল প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, দৈনিক উত্তর পূর্ব প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তজম্মুল আলী রাজু, সিলেট মিরর প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন, সিলেটবাণী প্রতিনিধি অসিত রঞ্জন দেব, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আব্বাস হোসেন ইমরান, আমাদের নতুন সময় প্রতিনিধি পাভেল সামাদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি কামাল মুন্না প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের উপর হামলা চালিয়ে একটি প্রতিক্রিয়াশীল চক্র দেশে মুক্ত মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে চলছে। তারা মনে করছে এসব করে সাংবাদিকদের কলমকে থামিয়ে দেবে। আসলে এই সব প্রতিক্রিয়াশীলরা বোকার রাজ্যে বাস করছে। তাদের জেনে রাখা উচিত, এসব করে সৎ এবং নিষ্ঠাবান সাংবাদিকদের কলমকে বন্ধ করা যাবে না।

এ সময় বক্তারা অনতিবিলম্বে জনপ্রিয় ট্যাবলয়েড দৈনিক মানবজমিন পত্রিকার সুযোগ্য প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, এবং পত্রিকাটির প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

 

Bootstrap Image Preview