Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পৃথ্বীকে নিয়ে কোটি টাকার লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৭:২২ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৭:২২ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ক্রিকেট জীবনের শুরুতেই চারিদিকে আলোড়ন সৃষ্টি করেছে ভারতীয় ক্রিকেট দলের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান পৃথ্বী।খ্যাতির শীর্ষে ওঠার আগেই এবার আইনি লড়াই শুরু হয়ে গেল তরুণ তুর্কিকে ঘিরে। পৃথ্বী শর হয়ে প্রতিনিধিত্ব করে যে সংস্থা বেসলাইন ভেঞ্চার্স তাঁরা আবার আইনি লড়াই শুরু করে দিল একটি ই-ওয়ালেট এবং ফুড ডেলিভারি অ্যাপ সংস্থার বিরুদ্ধে। দায়ের হল ১ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা।

ই-ওয়ালেট এবং ফুড ডেলিভারি অ্যাপের বিরুদ্ধে বেসলাইন-এর অভিযোগ পৃথ্বী কিংবা তাঁর প্রতিনিধি সংস্থা কোনও অনুমতি ছাড়াই তাঁদের টুইটে পৃথ্বীর নাম অসৎ উদ্দেশে ব্যবহার করেছে। পৃথ্বী ছাড়াও রবীন্দ্র জাদেজা, পিভি সিন্ধুদের মতো তারকাদেরও প্রতিনিধিত্ব করে বেসলাইন।

বেসলাইনের ম্যানেজিং ডিরেক্টর তুহিন মিশ্র এক সর্বভারতীয় প্রচারমাধ্যমে জানান, ‘‘এটা শুধুমাত্র সংশ্লিষ্ট ক্রিকেটারের কীর্তির পক্ষে অনৈতিক নয়, ক্রিকেটারদের সঙ্গে যুক্ত স্পনসরদেরও কাছেও বিষয়টি ঠিক নয়।’’

Bootstrap Image Preview