Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড় তিতলি; দফায় দফায় দমকা হাওয়া, সাগরে ৪ ফুট উচু ঢেউ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৭:১৯ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৭:১৯ PM

bdmorning Image Preview


পটুয়াখালী প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে পটুয়াখালীতে দু'দিন ধরে দফায় দফায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হচ্ছে।

মঙ্গলবার থেকে আজ বুধবার পর্যন্ত ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। জোয়ারের সময় ৩/৪ ফুট উচু সাগরের ঢেউ তীরে আছড়ে পড়ছে।

স্বাভাবিক জোয়ারের চেয়ে বিভিন্ন নদ-নদীতে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে কলাপাড়া উপজেলার বিভিন্ন পয়েন্টের ভাঙ্গা বেড়ীবাঁধ দিয়ে এবং বাধ উপচে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে ৫টি গ্রাম। পানিবন্দি রয়েছে কয়েক হাজার মানুষ। বন্ধ রয়েছে পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম।

পায়রা সমুদ্রবন্দর এলাকায় ৪ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সংকেত আরও বাড়তে পারে বলে ধারনা করছেন সংশ্লিষ্ট দফতর। প্রতিটি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়াসহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা সভা আহ্বান করা।

পটুয়াখালী নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় আভ্যন্তরীনসহ দূরপাল্লার সকল রুটের নৌ-যান চলাচল বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview